আসসালামু আলাইকুম! ক্রিপ্টো জানালাতে সকলকে আরও একবার স্বাগতম! তো আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা বিভিন্ন এক্সচেঞ্জের P2P সিস্টেমের মাধ্যমে নিজে নিজে ডলার বাই/সেল করতে গিয়ে স্ক্যামের স্বীকার হোন কিংবা প্রতারিত হোন! আর যাতে কেউ কখনো কোন প্রকার প্রতারণার স্বীকার না হোন তার জন্য আমি ইয়াসির আরাফাত ইমন, আজকে নিয়ে এলাম P2P তে ট্রেড করার সম্পূর্ণ গাইডলাইন। তাই আমার এই আর্টিকেলটি স্কিপ না করে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইলো। ধন্যবাদ!
P2P কী?
P2P (Peer-to-Peer) হলো এমন একটি ট্রেডিং সিস্টেম যেখানে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা কোন প্রকার তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়ায়, সরাসরি একে অপরের মধ্যে লেনদেন করে এবং উক্ত এক্সচেঞ্জ এসক্রো হিসেবে ক্রিপ্টো বা ডলারগুলো ধরে রাখে। পেমেন্ট কনফার্ম হইলে সেলার ক্রিপ্টো রিলিজ করে।
আগে যা যা লাগবে (Prerequisites)
- অবশ্যই একটি এক্সচেঞ্জ লাগবে। Binance, Bybit, Bitget ইত্যাদির যেকোন একটি থাকলেই চলবে।
- KYC ভেরিফিকেশনঃ NID/Passport + ফেইস ভেরিফিকেশন।
- 2 Factor Authentication এড করুনঃ Google Authenticator/2FA SMS
- অবশ্যই একটি ভ্যালিড নম্বর এড করতে হবে। নতুবা বিকাশ/নগদ/রকেট এড করতে পারবেন না।
ডলার কেনার পদ্ধতিঃ (Step-by-Step)
- আপনার এক্সচেঞ্জের P2P সেকশনে যান। যেহেতু আমি Binance ইউজ করি তাই বাইনান্স দিয়েই দেখাইলাম। ভয় পাওয়ার কিছুই নেই। প্রায় সব এক্সচেঞ্জের ইন্টারফেইস প্রায় একইরকম। আহামরি কোন পরিবর্তন নেই।
- প্রথমবার P2P সেকশনে গেলে নিচের মতো ইন্টারফেইস আসবে। টিক মার্ক দিয়ে Confirm/Accept করে দিন। USD থাকলে BDT করে দিন।
- Profile এ ক্লিক করুন এরপর Payment Methods এ ক্লিক Add a payment method অপশনে ক্লিক করে বিকাশ, নগদ, রকেট অথবা যেকোন বাংলাদেশী ব্যাংক একাউন্ট এড করুন। নিচে পর্যায়ক্রমে স্ক্রীনশট দেওয়া হইলো।
- যেটি এড করতে চান, তা সার্চ বক্সে সার্চ করুন। এরপর সাবমিট/কনফার্ম করুন।
- আমি বিকাশ এড করবো তাই নিচের প্রথম বক্সে আমি আমার বিকাশ নম্বর বসিয়ে দিলাম। পরের বক্স অপশনাল অর্থাৎ ফাঁকা রাখলেও অসুবিধা নেই।
- বিকাশ এড হয়ে গেছে। এবার নিচের মতো Home এ ফিরে যান। সেখানে আপনি অসংখ্য এডভার্টাইজ দেখতে পারবেন। তবে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডলার বাই করার বিজ্ঞাপনটি খুঁজে বের করবো। এইজন্য আমরা নিচের মতো Filter অপসন ইউজ করবো।
- যেহেতু আমি বিকাশের মাধ্যমে ২৩০০ টাকার ডলার বাই করবো। সেহেতু ফিল্টারে ২৩০০ টাকা এবং বিকাশ সিলেক্ট করে দিবো যাতে আমার সামনে যে এডভার্টাইজ গুলো আসে সেগুলো ২৩০০ টাকার সমান বা তার আশেপাশে এবং শুধু বিকাশের বিজ্ঞাপনগুলোই আসে।
- এবার আমাদের সামনে যে বিজ্ঞাপনগুলো পদর্শিত হবে সবগুলোই হবে আমাদের মনের মতোন। নিচের চিত্রে লক্ষ করি। রেড মার্ক করা প্রথম যেই বিজ্ঞাপনটি দেখতে পাচ্ছি, সেটিতে সেলার প্রতি ডলারের মূল্য রেখেছে ১২৫.৯৯ টাকা করে। আপনি আপনার পছন্দ মতো যাছাই বাছাই করে তবেই অর্ডার করবেন। আমি প্রথম বিজ্ঞাপনটিই সিলেক্ট করলাম। তবে দুইটা বিষয় যা আপনার না জানলেই নয়। বিক্রেতা তার ক্রেতাদের সাথে কেমন বিহেভ করেছেন, ট্রেডিং কতটা সফল, এমনকি ট্রেডার কখনো কারও সাথে প্রতারণা করেছে কিনা তাও যাছায় করতে পারবেন। প্রতিটি ট্রেডারকেই একটি পারসেন্টেজের আওতায় নিয়ে আসা হয়। আমরা দেখতে পাচ্ছি প্রথম সেলারটির পার্সেন্টেজ ৯৯.৩১% যা বলে দেয় ট্রেডার একজন সৎ ব্যক্তি। তাছাড়া আপনি রিভিউ সেকশনে গিয়ে পাবলিকদের করা মন্তব্যও দেখতে পারেন যে উক্ত সেলারটির থেকে ডলার কেনা নিরাপদ কিনা!
- তো আমি Buy এ ক্লিক করব। এবার নিচের মতো ইন্টারফেইস আসবে।
- প্রথমেই আমরা By BDT এবং By USDT নামের দুইটা অপশন দেখতে পাচ্ছি। আপনি যদি টাকার হিসেবে ডলার কিনতে চান তাহলে অবশ্যই By BDT সিলেক্ট করবেন। আর ডলারের হিসেবে কিনতে চাইলে By USDT সিলেক্ট করবেন। আমি By BDT সিলেক্ট করেছি। কত টাকার ডলার কিনবেন তা বসিয়ে দিন এবং Place Order এ ক্লিক করুন।
- ১০ নং চিত্রের শুরুতেই লক্ষ করুন, একটি টাইম উল্টো দিক থেকে কাউন্ট হচ্ছে। ট্রেডার ভেদে এই সময় ভিন্ন হতে পারে। ট্রেডারের ইচ্ছে ভেদে কখনো এই সময় ৫ মিনিটও হতে পারে। ঝড় তুফান যাই আসুক না কেন। উক্ত সময়ের মধ্যে আপনাকে ট্রেড সম্পূর্ণ করতেই হবে। এই সময় অতিবাহিত হইলে আপনার অর্ডার অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে এমনকি যদি আপনি তাকে বিকাশ, নগদ রকেটে টাকা পাঠিয়ে থাকেন তবুও। তাই সাবধানতার সঙ্গে ঐ সময়ের মধ্যে ট্রেড সম্পাদন করবেন।
- ১০ নং চিত্রে আরও দেখতে পাবেন Chat অপশন। সেখানে ক্লিক করে সেলারের সঙ্গে ডিরেক্ট চ্যাট করতে পারবেন। সেলারের যেই চাওয়া পাওয়া সেগুলো আগে থেকেই চ্যাটের ভিতরে লেখা থাকে। পেমেন্ট কিসে নিবে, কোন নম্বরে নিবে, ফি সহ নিবে না ফি বাদে নিবে, সেন্ড মানি করবে না ক্যাশ আউট করবে সব ডিটেলস দেওয়া থাকে।
- এরপর ১০ নং চিত্রে আরও দেখতে পাবেন, সেলারের বিকাশ নম্বর। তবে এইখানে নম্বর নাও থাকতে পারে। সেক্ষেত্রে চ্যাট অপশন থেকে বিকাশ/নগদ/রকেট নম্বর কপি করবেন।
- ১১ নং চিত্রটি লক্ষ করুন। সে তার নম্বরে টাকা ক্যাশ আউট করতে নির্দেশ দিয়েছেন। আমরা তার নম্বরে এখন ২৩০০ টাকা ক্যাশ আউট করবো। নিচের চিত্রগুলো লক্ষ করুন।
- আমি তাকে বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউটের মাধ্যমে পেমেন্ট করেছি। আমি সকলকে বিকাশ/নগদ/রকেটের অ্যাপ ইউজ করতে বলবো। তার কারণ, সেলার ডলার না দিলে এক্সচেঞ্জকে প্রমাণ দেখাতে সুবিধা হয়। পেমেন্ট করার পরে অবশ্যই স্ক্রীনশট নিবেন। এবার বাইনান্সে ফিরে এসে Upload Payment Proof অপশনে ক্লিক করবেন। স্ক্রীনশট চাইলে আপলোড করবেন। টিক মার্ক দিয়ে Transferred, Notify Seller অপশনে ক্লিক করবেন। ব্যাস আপনার কাজ শেষ অপেক্ষা করুন।
- তবে কোন কোন ট্রেডার আপনার থেকে কোন প্রকার স্ক্রীনশট চাইবে না। সেক্ষেত্রে আপনি Upload Payment Proof অপশনের বদলে ডিরেক্ট Transferred, Notify Seller অপশন দেখতে পাবেন। সকলের আশা করি মনে আছে, আমি একটা টাইম কাউন্ট ডাউনের কথা বলেছিলাম। হ্যাঁ, ঐ সময়ের মধ্যেই সবকিছু কমপ্লিট করে আপনাকে Transferred, Notify Seller অপশনে ক্লিক করতেই হবে। দেখা গেলো সবকিছু করলেন অথচ Transferred, Notify Seller অপশনে ক্লিক করতে ভুলে গেলেন। তাহলে আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। ফলস্বরূপ আপনার সমস্ত টাকা জলে চলে যাবে।
- চ্যাটে সেলার বাড়তি কিছু চেয়ে থাকলে সেইসব তথ্য দিয়ে সহায়তা করুন। হতে পারে আপনার নম্বরের লাস্ট কয়েকটা ডিজিট। আবার অর্ডার যদি অনেক বড় হয় তাহলে সেলার কনফার্ম করার জন্য আপনার নম্বরে ডিরেক্ট কলও দিতে পারে।
- সবকিছু ঠিক থাকলে কিছুক্ষণের মধ্যেই আপনার ডলার আপনার এক্সচেঞ্জের Funding অপশনে দেখতে পাবেন।
- তবে কখনো কখনো সেলার ডলার ট্রান্সফার করতে অনেক লেট করে, সেক্ষেত্রে বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ রইলো।
আমি আমার সবটুকু দিয়ে সকলকে সহজ করে বুঝানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। এর পরেও যদি কারও বুঝতে অসুবিধা হয় তাহলে নিচের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ!
ডলার কেনা যতটা কঠিন তার তুলনায় সেল করা অত্যাধিক সহজ। তবুও পরের পর্বে আমি ডলার সেল করার পদ্ধতিও দেখিয়ে দিবো ইং শা আল্লাহ্। আজকে এই পর্যন্তই! সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিবারের খেয়াল রাখুন। আল্লাহ্ হাফেজ।