Join Our Telegram Channel Join Now!

🚨 Official Notice from CryptoJanala

Dear community,
Our official Telegram channel has been hacked recently, and we have temporarily lost access to it. We are already in contact with Telegram Support to recover the channel.

⚠️ Please do not trust or interact with any posts, messages, or links coming from our previous Telegram account.
They may contain spam, scams, or phishing attempts.

For all official updates, please visit our website:
👉 https://cryptojanala.com

We sincerely apologize for the inconvenience and appreciate your patience and support.
Team CryptoJanala

ক্রিপ্টো জানালাঃ ক্রিপ্টো জানার পথ - পর্বঃ ২ | ব্লকচেইন (Blockchain) কী? কীভাবে কাজ করে এবং নেটওয়ার্ক ও Transaction ফি কোথায় যায়?

 

ব্লকচেইন কীভাবে কাজ করে তার চিত্র, প্রতিটি ব্লক ও ট্রানজেকশন সংযুক্ত


আসসালামু আলাইকুম! ক্রিপ্টো জানালাতে আপনাকে স্বাগতম! বরাবরের মতো আজকেও আমি ইয়াসির আরাফাত ইমন আর আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো, ব্লকচেইন প্রযুক্তির খুঁটিনাটি বিষয়াদি নিয়ে যা আপনাকে ক্রিপ্টো সংবলিত বিষয়ে আরও এক ধাপ উপরে নিয়ে যাবে। 

আগের পর্বে আমি ক্রিপ্টোকারেন্সি এবং এর যাবতীয় প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম যা আপনাদের কাজে আসবে বলে আমি মনে করি। তাই ১ম পর্বটি এখনো পড়ে না থাকলে অবশ্যই পড়ে আসুন, তাহলে ব্লকচেইন প্রযুক্তি সম্পর্কে বুঝতে আরও কিছুটা সহজ হবে। ধন্যবাদ!


🧱 ব্লকচেইন কি?

ব্লকচেইন (Blockchain) হলো একটি ডিসেন্ট্রালাইজড্‌ বা বিকেন্দ্রীভূত ডিজিটাল লেজার বা খাতা, যেখানে তথ্যগুলো ব্লকের আকারে জমা থাকে এবং একটার পরে একটা ব্লকে যুক্ত হয়। একবার কোন তথ্য ব্লকে সংযুক্ত বা সংরক্ষিত হলে তা পরিবর্তন করা কিংবা মুছে ফেলা বলতে গেলে একেবারেই অসম্ভব। এক কথায়, ব্লকচেইন মূলত নিরাপদ, স্বচ্ছ ও স্থায়ীভাবে লেনদেনের হিসাব কিংবা রেকর্ড রাখার একটি প্রযুক্তি। উদাহরণ স্বরূপ ধরা যাক, মফিজ কাউকে ১টি বিটকয়েন পাঠাইলো। তাহলে এটা মূলত একটি লেনদেন, ইংরেজিতে যাকে আমরা মূলত Transaction বলে থাকি। এই লেনদেনটা একটি ব্লকে রেকর্ড হলো। এরপর যখন আরও কিছু লেনদেন সম্পূর্ণ হলো, তখন সেই ব্লক পূর্ণ হয় এবং তা চেইনে সংযুক্ত হয়। এরকম করে একটার পর একটা ব্লক যুক্ত হতে থাকে যেটাই মূলত ব্লকচেইন নামে পরিচিত।


⚙️ ব্লকচেইন কিভাবে কাজ করে?

চলুন ব্লকচেইনের কাজ করার পদ্ধতিটা আমরা একটু ধাপে ধাপে বুঝিঃ

✅ ধাপ ১ঃ লেনদেন

ধরুন আপনি মফিজকে কিছু ক্রিপ্টো ডলার পাঠাইলেন, তাহলে সেটা অবশ্যই একটা লেনদেন হবে। এই লেনদেনের মধ্যে থাকবেঃ
  • আপনার ঠিকানা (Sender Address)
  • মফিজের ঠিকানা (Receiver Address)
  • কত টাকা বা ডলার পাঠানো হচ্ছে তাঁর পরিমাণ (Amount of crypto)
  • নেটওয়ার্ক ফি (Gas/Transaction Fee)

✅ ধাপ ২ঃ লেনদেনের Validation

যেকোন লেনদেনের বৈধতা যাছায় করে থাকে নোডস (Nodes) বা মাইনার্স (Miners) । তারা চেক করে প্রেরকের ওয়ালেটে আসলেই টাকা আছে কিনা এবং উক্ত লেনদেনটি বৈধ কিনা!

✅ ধাপ ৩ঃ ব্লকে যুক্ত হওয়া

যখন অনেকগুলো লেনদেন একত্রিত হয় তখন সেগুলোকে একটি ব্লকে রাখা হয়।

✅ ধাপ ৪ঃ ব্লকটি ব্লকচেইনে সংযুক্ত হয়

ব্লকটি আগে থেকে থাকা ব্লকের সাথে যুক্ত হয়। এই প্রক্রিয়ায় ব্লকচেইন দীর্ঘ হয়।

✅ ধাপ ৫ঃ স্থায়ী রেকর্ড

এখন এই তথ্যটি স্থায়ীভাবে ব্লকচেইনে রয়ে গেলো। কোন একটি ব্লকে পরিবর্তন করতে হইলে পুরো ব্লকচেইন পরিবর্তন করতে হয়, যা বাস্তবে প্রায় অসম্ভব।

🌐 ব্লকচেইন আর নেটওয়ার্ক কি এক?

উত্তর হলো না। ব্লকচেইন এবং নেটওয়ার্ক পুরোপুরি এক নয়, তবে তারা একে অপরের সাথে সম্পর্কিত।

▶️ ব্লকচেইনঃ

এটি সেই প্রযুক্তি বা কাঠামো যেখানে লেনদেনের হিসাব জমা থাকে। এক কথায় ডেটা সংরক্ষণ সিস্টেম।

▶️ নেটওয়ার্কঃ

এগুলো হচ্ছে ব্লকচেইনের ইকোসিস্টেম বা প্ল্যাটফর্ম। প্রতিটি ব্লকচেইনের নিজস্ব নেটওয়ার্ক থাকে, যা ওই নির্দিষ্ট কয়েন বা টোকেনের জন্য কাজ করে। উদাহরণস্বরূপঃ

  • Bitcoin Blockchain → Bitcoin Network
  • Ethereum Blockchain → Ethereum Mainnet
  • BNB Chain → Binance Smart Chain (BEP20)
  • Solana → Solana Network ইত্যাদি আরও অনেক।

💰 নেটওয়ার্ক ফি কি?

নেটওয়ার্ক ফি বা ট্রানজ্যাকশন ফি হলো এমন একটি পারিশ্রমিক বা দক্ষিণা যা আপনি লেনদেন করার সময় প্রদান করে থাকেন। এটি বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়।

🛠️ কেন ফি নেওয়া হয়?

  • লেনদেনকে প্রাধান্য দেওয়ার জন্য। যত বেশি ফি, লেনদেন তত দ্রুত। বেশি ফি দিলে মাইনাররা আপনার লেনদেন আগে ভেরিফাই করে। এতে লেনদেন দ্রুত সম্পূর্ণ হয়।
  • যেসব মাইনাররা লেনদেন যাছায় করে, ব্লক তৈরি করে তাদের উৎসাহিত করতে নেটওয়ার্ক ফি চার্জ করা হয়।
  • সিস্টেমে ফ্লাডিং বা স্প্যাম আটকাতে এবং নেটওয়ার্ক নিরাপদ রাখতে।

🎯 নেটওয়ার্ক ফি কোথায় যায়?

  1. Proof of Work (PoW) ব্লকচেইনে যায়। যেমনঃ বিটকয়েন। এই ফি মাইনারদের কাছে যায় যারা লেনদেন যাচাই করে এবং ব্লক তৈরি করে।
  2. Proof of Stake (PoS) ব্লকচেইনে যায়। যেমনঃ Solana, BNB Chain ইত্যাদি। এই ফি স্টেকারদের বা ভ্যালিডেটরদের মধ্যে বিতরণ করা হয় যারা ব্লক তৈরি এবং যাচাই করে।

🔄 নেটওয়ার্ক ফি সবসময় একইরকম হয়?

উত্তর হলো একদমই না। নেটওয়ার্ক ফি পরিবর্তনশীল এবং তা কিছু বিষয়ের উপর নির্ভর করে —
  • নেটওয়ার্কে লোড কেমন! যদি বেশি ট্রাফিক হয়, তাহলে ফি বাড়ে।
  • চেইন অনুযায়ী নেটওয়ার্ক ফি কম বেশি হয়। যেমন Ethereum নেটওয়ার্কে ফি অনেক বেশি, কিন্তু Solana তে আবার খুব কম। কোন কোন এক্সচেঞ্জে BNB Chain এ আবার নেটওয়ার্ক ফি জিরো।
  • লেনদেনের জটিলতা বেশি হইলেও নেটওয়ার্ক ফি বাড়তে পারে।

ব্লকচেইনের জগৎ অত্যান্ত জটিল। কিন্তু আপনার অদম্য ইচ্ছায় পারে ব্লকচেইন প্রযুক্তি ক্র্যাক করতে। আপনার যদি আরও কোন প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টে জানান। ইং শা আল্লাহ, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি, এই পোস্টটি থেকে আপনি ব্লকচেইন, নেটওয়ার্ক ও নেটওয়ার্ক ফি সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। আগামীতে আমরা ক্রিপ্টো সংবলিত অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

About the Author

I am Yasir Arafat Emon from Pabna, Bangladesh. Currently, I am a 3rd-year undergraduate student majoring in Bangla Language and Literature. Alongside my studies, I am deeply passionate about writing poetry and songs, as well as performing them. I fi…

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.