আসসালামু আলাইকুম! ক্রিপ্টো জানলা'তে সকলকে স্বাগতম! আশা করি মহান আল্লাহ্ তায়ালার অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো পূর্বের পর্বে আমরা এক্সচেঞ্জ ও ওয়েব থ্রী নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এক্সচেঞ্জের আরও গভীরে ডুব দিবো যাতে করে এক্সচেঞ্জের সকল খুঁটিনাটি বিষয় আপনার কাছে পানির মতো সোজা ও সহজ মনে হয়। তবে তাঁর আগে একটি কথা, এখনো যদি আগের পর্বগুলো না পড়ে থাকেন তাহলে এখুনি পড়ে আসুন, তাহলে এই পর্বটি বুঝতে সহজ হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
পর্ব ১ - ক্রিপ্টো কারেন্সি কি?
পর্ব ২ - ব্লকচেইন টেকনোলজি কি এবং এটি কিভাবে কাজ করে?
পর্ব ৩ - এক্সচেঞ্জ ও ওয়েব থ্রী এর মধ্যে পার্থক্য!
বিঃদ্রঃ প্রায় সকল এক্সচেঞ্জের ইন্টারফেইস একইরকম। সামান্য পরিমাণ ভিন্নতা লক্ষণীয়। তাই আমরা Binance এবং কিছু ক্ষেত্রে Bitget দিয়ে দেখাবো।
Megadrop (Big Rewards Before Listing)
মেগাড্রপ হলো এক্সচেঞ্জগুলোর এমন একটি সেক্টর যেখানে টোকেন লিস্ট হওয়ার পূর্বেই ফ্রিতে বড় মাত্রার রিওয়ার্ড পাওয়া যায়। রিওয়ার্ড পুল অন্য সকল ইভেন্টগুলোর থেকে অতিমাত্রায় বেশি হওয়ার কারণেই একে মেগাড্রপ নামে আখ্যায়িত করা হয়েছে। সামান্য কিছু টোকেন স্টেক করার বিনিময়ে আপনি ইহাতে অংশ নিতে পারেন। Binance এবং Bybit এ মেগাড্রপ ফিচার থাকলেও বেশি রিওয়ার্ডের দিক থেকে বাইনান্স এক্ষেত্রে অন্যতম।
CandyDrop (Small Tasks, Sweet Rewards)
CandyDrop হলো এমন একটি ফিচার যেখানে ছোট ছোট কিছু টাস্ক থাকে যা সম্পূর্ণ করলে ভালো পরিমাণে রিওয়ার্ড লুফে নেওয়া সম্ভব। নতুন ইউজারদের জন্য এটি লাভজনক হলেও পুরোনো অনেক ইউজার অনেক লসের স্বীকার হোন। সামান্য মাত্রায় এক্সচেঞ্জগুলোর নীতিমালা ভঙ্গ করলেই রিওয়ার্ড ক্যান্সেল করে দেয়। তাছাড়া, সঠিক গাইডলাইন ফলো করে টাস্কগুলো কমপ্লিট করার পরেও এমন অনেক ইউজার আছেন যাদেরকে রিওয়ার্ড হতে বঞ্চিত করা হয়। এক্ষেত্রে Bitget এক্সচেঞ্জের জুড়ি মেলা ভার। কিছু সংখ্যক ইউজার এই ফিচার থেকে লাভবান হলেও অধিকাংশ ইউজারই হয় লসের ভাগিদার। তাই, এই ফিচারটি সকলের অ্যাভোয়েড করে চলাই বাঞ্চনীয়। Bitget এর মতো বহু এক্সচেঞ্জে এই ফিচারটি খুঁজে পাবেন। Gate.Io তে ইহাকে CandyBomb নামে অভিহিত করা হয়েছে।
Learn & Earn (Give Answer, Get Reawrds)
এক্সচেঞ্জেগুলোর এই ফিচারটি আমার অত্যাধিক প্রিয়। এক বা একাধিক ভিডিও কিংবা আর্টিকেল পড়ে কিছু প্রশ্নের সঠিক উত্তর দিলেই ফ্রিতে কিছু টোকেন পাওয়া যায় যার এক্সচুয়াল ভ্যালু রয়েছে। ক্রিপ্টো সম্পর্কে জ্ঞ্যান অর্জনের সঙ্গে সঙ্গে ফ্রিতে রিওয়ার্ডও পাওয়া যায়। Binance, Bybit, KuCoin সহ প্রায় সকল এক্সচেঞ্জেই Learn & Earn ফিচারটি দেখতে পাওয়া যায়।
Earn (Stake Your Funds to Get Rewards)
আপনার যেকোন কয়েন/টোকেন একটা নির্দিষ্ট সময়ের জন্য অথবা অনির্দিষ্টকালের জন্য স্টেক অথবা ফিক্সড্ ডিপোজিট করে রাখলে তাঁর উপরে APR বা বার্ষিক শতাংশ হারে মুনাফা প্রদান করে থাকে। Staking, Flexible, Savings, Dual Investment, Launchpool, Launchpad এসব ফিচার Earn সেক্টরের মধ্যে অর্ন্তভূক্ত। Biance, MexC, Bybit সহ প্রায় সকল এক্সচেঞ্জেই এই ফিচারটি দৃশ্যমান।
Referral (Invite Friends, Get Rewards)
প্রতিটি এক্সচেঞ্জেই কিছু থাকুক বা না থাকুক। তবে Referral সিস্টেম থাকবেই থাকবে। যদি আপনি আপনার রেফারেল লিংক দিয়ে কোন ব্যক্তিবর্গকে একাউন্ট খুলে দেন কিংবা ঐ এক্সচেঞ্জের আওতায় নিয়ে আসেন তাহলে এক্সচেঞ্জগুলো এর বিনিময়ে আপনাকে একটা রিওয়ার্ড প্রদান করে থাকে।
Token Splash
এই ফিচার থেকে ব্যাপক হারে রিওয়ার্ড পাওয়া সম্ভব। তবে নির্দিষ্ট কিছু শর্ত পালন করতে হয়। এক্সচেঞ্জ অনুসারে তা ভিন্ন হতে পারে। নতুন একাউন্ট হোল্ডারদের জন্য তা যেন সোনায় সোহাগা। Bybit এবং MexC তে এই ফিচারটি দৃশ্যমান। তবে MexC তে এই ফিচারকে Airdrop হিসেবে অভিহিত করা হয়। তবে Bybit Token Splash ইদানিং বাংলাদেশি ইউজারদের রিওয়ার্ড প্রদান করেন না। তাই করার আগে দশবার ভাববেন।
Rewards Hub
Rewards Hub হলো একটি কেন্দ্রীয় প্লাটফর্ম বা সেকশন যেখানে ইউজাররা তাঁর প্রাপ্য রিওয়ার্ডটি পেয়ে থাকেন। এক্সচেঞ্জের যেকোন ক্যাম্পেইন, ইভেন্টস হতে প্রাপ্য সকল রিওয়ার্ডই Rewards Hub এ প্রদান করা হয় যেখান থেকে ইউজার তা খুব সহজেই ক্লেইম করে একাউন্টে নিতে পারেন। সকল এক্সচেঞ্জেই এই ফিচারটি বিদ্যমান।
Trade (Spot/Future)
এই ফিচারটিও সকল এক্সচেঞ্জে বিদ্যমান। কারণ, ট্রেডিং বা কেনাবেচা না থাকলে সেটাকে এক্সচেঞ্জ বলে অভিহিত করায় চলেনা। প্রতিটি এক্সচেঞ্জেই আপনি চাইলে স্পট অথবা ফিউচার ট্রেড করতে পারবেন।
P2P Trading
P2P (Peer to Peer) Trade হলো এক ব্যক্তি হতে আরেক ব্যক্তির মধ্যে ক্রিপ্টো কারেন্সির কেনাবেচার এক অত্যাধুনিক পদ্ধতি।, যেখানে কোনো মধ্যস্থতাকারী এক্সচেঞ্জ ব্যবহারকারীর ফান্ডে সরাসরি হস্তক্ষেপ করে না, বরং বায়ার ও সেলার নিজেরা একটি নির্দিষ্ট দামে লেনদেন করে। প্রায় সকল এক্সচেঞ্জেই এই ফিচারটি বিদ্যমান।
Customer Service
প্রতিটি এক্সচেঞ্জেই Customer Service ফিচারটি বিদ্যমান। ইউজার কোন সমস্যার সম্মুখীন হলে তা নির্দ্বিধায় এক্সচেঞ্জকে জানাতে পারে এবং সমস্যার সমাধান পেতে পারে। তবে Binance ব্যতীত প্রায় সকল এক্সচেঞ্জের Customer Support AI (Artificial Intelligence) দ্বারা নিয়ন্ত্রিত। যার ফলে ইউজারদের অনেক দূর্ভোগ পোহাতে হয়।
এগুলো ব্যতীতও এক্সচেঞ্জগুলোতে আরও অনেক ফিচার বিদ্যমান, কাজভেদে যেগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সবগুলো সম্বন্ধে আলোচনা করতে গেলে এই আর্টিকেলটি অনেক লম্বা হয়ে যাবে, তাই এখানেই ইতি টেনে দিলাম। শুনতে শুনতেই পথ চেনা যায়। গন্তব্যে পোঁছাতে গুগুল ম্যাপ মুখস্ত করার কোনই প্রয়োজন নেই। ক্রিপ্টো জানালার
টেলিগ্রাম চ্যানেলের সাথে চললে আপনিও একদিন ক্রিপ্টো প্রো হয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোন দিনে, নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ্ হাফেজ!