Join our official telegram channel Join Now!

Bitcoin Pizza Day | দুইটি পিৎজার মূল্য ১৪,৩০৬ কোটি ৬৫ লক্ষ ২৩ হাজার ৮৮৬ টাকা? জানুন ইতিহাস!

 

A slice of pizza with Bitcoin logo celebrating Bitcoin Pizza Day, symbolizing the first real-world Bitcoin transaction.
আসসালামু আলাইকুম! সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আ'লামিনের অশেষ রহমতে সবাই বহাল তবিয়তেই আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি। পোস্টের টাইটেল দেখে নিঃস্বয়ই অনেক অবাক হয়েছেন। হ্যাঁ! একদম ঠিকই দেখেছেন। ২টি পিৎজার মূল্য বাংলাদেশি টাকায় মাত্র ১৪,৩০৬ কোটি ৬৫ লক্ষ ২৩ হাজার ৮৮৬ টাকা! 😂 চলুন ২টি পিৎজার রহস্য ও এর পেছনে লুকিয়ে থাকা এক মজার গল্প নিয়ে আজকে আমরা গল্পের আসর বসাই।

বিটকয়েন সম্পর্কে কখনোই শুনেনি এমন মানুষ বর্তমান যুগে খুঁজলে খুব কমই পাওয়া যাবে। ২০০৮ সালে যখন বিটকয়েনের সূচনা হয় তখন এর বাজার মূল্য ছিলো শূন্যের কোঠায় যা ২০১০ সালে গিয়ে ০.০৩$ থেকে ০.০৮$ এর মধ্যে ট্রেডিং শুরু হয়। সেই শূন্যের কোঠায় থাকা ঐ একটি বিটকয়েনের মূল্য বর্তমানে প্রায় ১ কোটি ৪০ লক্ষ বাংলাদেশি টাকা যা পেলে হয়তো আমরা দুনিয়ার সকল সুখকে আপন করতে পারতাম। আচ্ছা আপনারা যারা ক্রিপ্টোতে নিয়মিত তারা সকলেই হয়তো "Bitcoin Pizza Day" নামক বাক্য শুনে থাকবেন।

🍕 কী সেই বিটকয়েন পিৎজা ডে?

২০০৮ সালে যখন বিটকয়েনের প্রথম যাত্রা শুরু হয়, তখন হয়তো কেউ কল্পনাও করতে পারেনি যে এটি একদিন বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাবে। বিটকয়েনের ইতিহাসে এক বিশেষ দিন রয়েছে যেটি আজও বিভিন্নভাবে "Bitcoin Pizza Day" নামে স্মরণ করা হয়। আর এই দিনটি হচ্ছে ২২শে মে।
Bitcoin Pizza Day celebration with pizza and cryptocurrency symbols, representing the first real-world Bitcoin transaction

🕰️ কি ঘটেছিলো ২০১০ সালের ২২শে মে?

২০১০ সালের ২২শে মে একজন হাংগারিয়ান অ্যামেরিকান বংশোদ্‌ভূত প্রোগ্রামার, নাম লাসজলো হানিয়েজ (Laszlo Hanyecz) এক ইতিহাস সৃষ্টি করেন। তিনিই সর্বপ্রথম বিটকয়েন ব্যবহার করে বাস্তব সম্মত কোন পণ্য ক্রয় করেন। তিনি দুইটি পিৎজা ক্রয় করেন, বিনিময়ে ১০,০০০ বিটকয়েন খরচ করেন। যার বর্তমান মূল্য প্রায় ১৪,৩০৬ কোটি ৬৫ লক্ষ ২৩ হাজার ৮৮৬ টাকা। হ্যাঁ, ঠিকই পড়েছেন! ১০,০০০ বিটকয়েনের বিনিময়ে দুইটি Papa John's পিৎজা! তখন হয়তো এটি ছিল নিছক একটি প্রযুক্তিগত পরীক্ষা, কিন্তু আজকের দিনে সেই বিটকয়েনের মূল্য কোটি কোটি ডলার!

🎯 ক্রিপ্টো জগতে কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ?

  • এটি ছিলো বিটকয়েনের প্রথম বাস্তব সম্মত লেনদেন।
  • এটি প্রমাণ করে যে বিটকয়েন শুধুই একটি ভার্চুয়াল মুদ্রা নয়, বরং বাস্তব মুদ্রার মতোই বিনিময়যোগ্য।
  • নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।
  • এই পদক্ষেপের কারণেই বিটকয়েন বা ক্রিপ্টো কারেন্সি মূলধারার অর্থনীতিতে জায়গা করে নিতে শুরু করে।

⁉️ লাসজলো এই বোকামি কেন করেছিলো?

লাসজলো নিজেই বলেছিলেন যে এটি ছিলো এক ধরণের প্রমাণ। তিনি আরও বলেছিলেন - "আমি শুধু দেখাতে চেয়েছিলাম যে বিটকয়েন দিয়ে আমরা লেনদেন করতে সক্ষম।"
তবে তিনি পরে স্বীকার করেন যে এটা ছিলো তাঁর জীবনে করা সবচেয়ে বড় ভুল। তিনি বলেন, “It wasn't a great financial decision, but it was worth it.” 😒

🌍 বিশ্বব্যাপি পিৎজা ডে এখন যেভাবে পালিত হয়!

  • প্রতি বছরের ২২শে মে তারিখে, বিভিন্ন ক্রিপ্টো কমিউনিটি এই দিনটি অনেক জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত করে থাকেন।
  • ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো বিভিন্ন গিভাওয়ে, ইভেন্ট ও কুইজ ফর রিওয়ার্ডের মতো অনেক ইভেন্ট শেয়ার করে থাকেন।
  • অনেক মানুষ এই দিনে মজার ছলে পিৎজা অর্ডার করে এবং বন্ধুদের সঙ্গে বিটকয়েনের ইতিহাস শেয়ার করে।
  • অনেকে আবার এই দিনকে ক্রিপ্টো শিক্ষার দিন হিসেবেও গণ্য করে থাকেন।

🧩 এই ঘটনার শিক্ষা কি?

  • বিন্দু থেকেই সিন্ধুর সৃষ্টি হয়। অর্থাৎ ক্ষুদ্র বা সামান্য জিনিস থেকেই বৃহৎ বা বিশাল কিছুর সৃষ্টি হতে পারে। 
  • বিটকয়েন বা যেকোনো টেকনোলজির শুরুটা হয় সন্দেহ ও পরীক্ষার মাধ্যমে।
  • আগ্রহ, পরীক্ষা আর সাহস ছাড়া নতুন কিছু গড়া যায় না।
  • সময়ের সাথে সাথে একটি ছোট সিদ্ধান্ত ইতিহাস গড়ে দিতে পারে

✍️ লিখেছেনঃ ইয়াসির আরাফাত ইমন
📅 প্রকাশিতঃ ২৩শে জুলাই
🌐 তথ্য ও সূত্রঃ ব্যক্তিগত গবেষণা ও অনলাইন তথ্যভাণ্ডার অনুসারে প্রস্তুতকৃত।

Rate This Article

Thanks for reading: Bitcoin Pizza Day | দুইটি পিৎজার মূল্য ১৪,৩০৬ কোটি ৬৫ লক্ষ ২৩ হাজার ৮৮৬ টাকা? জানুন ইতিহাস!

Getting Info...

About the Author

I am Yasir Arafat Emon from Pabna, Bangladesh. Currently, I am a 3rd-year undergraduate student majoring in Bangla Language and Literature. Alongside my studies, I am deeply passionate about writing poetry and songs, as well as performing them. I fi…

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.