আসসালামু আলাইকুম! ক্রিপ্টো জানালা'তে আপনাকে স্বাগতম! আমি ইয়াসির আরাফাত ইমন এবং আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম Binance এর সাপ্তাহিক শব্দের খেলা Binance WOTD এর উত্তর! আগামী ১ সপ্তাহের সকল উত্তরের আপডেট নিচে দেওয়া হলোঃ
Binance Word of the Day — 3 letter Answer:
- NEW
- PAY
- BTC
- KEY
- FEE
- BOT
- BUY
Binance Word of the Day — 4 letter Answer:
- FARM
- EARN
Binance Word of the Day — 5 letter Answer:
- SPACE
- WORLD
- QUEST
Binance Word of the Day — 6 letter Answer:
- DESIGN
- REWARD
- TICKET
- METEOR
- MEETUP
Binance Word of the Day — 7 letter Answer:
- CAPSULE
Binance Word of the Day — 8 letter Answer:
- INFINITY
- CREATIVE
- BOARDING
কিভাবে আমি Binance WOTD খেলবো?
- এটি একটি সাপ্তাহিক খেলা যেটি ১ সপ্তাহ যাবত চলে।
- খেলায় সর্বমোট পয়েন্ট থাকে ৫ লক্ষ থেকে ৮ লক্ষ আবার কখনো কখনো তাঁর চেয়েও বেশি।
- সর্বমোট পয়েন্ট বিজয়ীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়।
- খেলার নিয়ম হলো, খালি ঘরে সঠিক শব্দটি বসানো।
- একটি শব্দের জন্য ৬ বার সুযোগ দেওয়া হয়। ৬ বার চেষ্টার পরেও সঠিক শব্দটি খুঁজে না পেলে ঐদিন আর সুযোগ থাকে না।
- তবে Get New Word এ ক্লিক করলে যেই লিংক পাওয়া যায় তা গুগল ক্রোমে পেস্ট করে সাইটে ভিজিট করলে আরও একটি সুযোগ মিলে।
- প্রথম সুযোগে সফল হইলে Get New Word এ ক্লিক করে উপরের পদ্ধতি অবলম্বন করলে দ্বিতীয় সুযোগ পাওয়া যায়।
- শব্দ ৩,৪,৫,৬,৭,৮ অক্ষরের হতে পারে।
- এখানে প্রথম যে শব্দটি (ACTIVITY) বসানো হয়েছিলো সেটি ভুল শব্দ। তবে শব্দটির ২টা অক্ষর কুইজের উত্তরের মধ্যেও আছে।
- আরও ভালোভাবে বুঝতে তাঁর নিচের শব্দটি দেখি। (ELIGIBLE) শব্দটির ৪টি শব্দ উত্তরের শব্দের মধ্যেও রয়েছে।
- আরও ভালোভাবে বুঝতে তাঁর নিচের শব্দটি লক্ষ করি। (PASSPORT) শব্দটির ৩টি অক্ষর উত্তরের শব্দের মধ্যেও আছে।
- চিত্রটিতে আমরা যথাক্রমে হলুদ, কালো ও সবুজ এই তিনটি রঙে মার্ক করা শব্দ দেখতে পাচ্ছি। যদি কোন অক্ষর সঠিক হয় কিন্তু ভুল জায়গায় বসানো হয় তাহলে উক্ত অক্ষর হলুদ রঙের হবে।
- যদি কোন অক্ষর সঠিক হয় এবং তা যদি সঠিক জায়গায় বসানো হয় তাহলে তাঁর রঙ হবে সবুজ।
- যেই অক্ষর গুলো উত্তরের অক্ষরের মধ্যে নেই সেগুলো হয় কালো রঙের।
- এখন আমরা কুইজের উত্তরের দিকে লক্ষ্য করি। (REGIONAL) শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি সবুজ রঙে মার্ক করা। অর্থাৎ শব্দটির প্রতিটি অক্ষরই সঠিক এবং সব অক্ষরই তাঁর সঠিক জায়গায় বসেছে। অর্থাৎ এটাই আজকের উত্তর।