আসসালামু আলাইকুম! আমাদের মাঝে এমন অনেকে আছেন যারা অতীতে বাইনান্সের ছোট বড় প্রতিটি এয়ারড্রপেই পার্টিসিপেট করেছেন এবং অসংখ্য রিওয়ার্ডের মুখ দেখেছেন। কিন্তু আলফার আগমনের পর থেকেই তা আর সম্ভব হয়ে উঠছে না। অনেকেই আবার বাইনান্স ও তার এয়ারড্রপ থেকে নিজেকে না চাইতেও গুটিয়ে নিচ্ছেন। কারণ একটাই - শুরুতে আলফাকে অবহেলা করা কিংবা এখন আলফাতে ঢুকতে এক অজানা ভয়ের সম্মুখীন হওয়া। ফলে সময়ের সাথে চলতে গিয়ে তাদের হোঁচট খেতে হচ্ছে। সঙ্গে নানান ধরনের এয়ারড্রপ থেকেও বঞ্চিত হচ্ছেন। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম সম্পূর্ণ এক গাইডলাইন যার সাহায্যে আপনি হয়ে যাবেন আলফার বাপ! তাই বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
Binance Alpha কি?
Binance Alpha মূলত বাইনান্সের নিজস্ব এক অবিচ্ছেদ্য অংশ যা কিছুকাল পূর্বে বাইনান্স তার ওয়েব থ্রী ওয়ালেটের সঙ্গে সংযুক্ত করেছে। এটি মূলত একটি প্রাইমারি মার্কেট হিসেবে কাজ করে, যেখানে ইউজাররা নিঃসঙ্কোচে যেকোন টোকেন (অধিকাংশই MemeCoin) কেনাবেচা করতে পারে। Binance Alpha'র আরও একটি বিশেষত্য হলোঃ কোন ইউজার যদি বাইনান্স আলফাতে ট্রেড করে তাহলে তার বিনিময়ে কিছু পয়েন্ট পায় যা পরবর্তীতে বিভিন্ন এয়ারড্রপে অংশগ্রহণ করতে অনুমতি দেয় যা সাধারণ ইউজাররা পাইনা।
আলফার উদ্দেশ্যঃ
ক্রিপ্টো জগতের সাথে নিরাপত্তা, স্বচ্ছতা কিংবা গোপনীয় শব্দগুলো জড়িত থাকলেও প্রতারণার সংখ্যাও নেহাত কম নয়। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি যেন লাফিয়ে লাফিয়ে উন্নতি সাধন করছে। আদিতে ক্রিপ্টোতে কোন কয়েন বা টোকেন তৈরি করতে যেখানে অসংখ্য মানের কোডিং জানতে হতো, সময়ের ব্যবধানে আজ সেখানে কিছু ওয়েবসাইটের মাধ্যমে মিনিটেই কোন টোকেন তৈরি করে ফেলা সম্ভব। যার ফলে অসাধু ব্যক্তিবর্গ ভুয়া টোকেন তৈরি করে মার্কেটে লিস্ট করে মানুষকে প্রতারিত করে, ক্রিপ্টোর ভাষায় যাকে রাগ পুল বলা হয়।
আর রাগ পুলের মতো এই ভয়াবহ প্রতারণার হাত থেকে মানুষকে বাঁচাতেই বাইনান্সের এই অবশ্যম্ভাবী উদ্দোগে সৃষ্টি Binance Alpha যেখানে প্রতিটি কয়েন/টোকেন বাইনান্স কতৃক ভেরিফাইড যা ইউজারকে নিরাপদে ট্রেড করতে উৎসাহিত করে।
আলফা'তে ট্রেডের সুবিধাঃ
বাইনান্স আলফাতে রেগুলার ট্রেড করলে আপনি একাধিক সুবিধা ভোগ করতে পারবেন। নিন্মে তা উল্লেখ্যঃ
- বাইনান্স ওয়েব থ্রী ওয়ালেটের বিভিন্ন এয়ারড্রপে অংশ নিতে পারবেন। Booster Campaign তাদের মধ্যে অন্যতম। Booster Campaign এর এয়ারড্রপগুলোতে অংশ নিতে আপনার একাউন্টে মিনিমাম ৬১ আলফা পয়েন্ট থাকতে হবে।
- TGE (Token Generation Event) এ পার্টিসিপেট করতেও আলফা পয়েন্টের প্রয়োজন। মিনিমাম ১৫০ পয়েন্ট হইলে আপনি TGE'তে অংশ নিতে পারবেন। টোকেনের মানের উপর ভিত্তি করে পয়েন্ট কম বেশি ধার্য করতে পারে।
- আপনার আলফা পয়েন্ট যদি ২০০ কিংবা তার বেশি হয় তাহলে আপনি আলফা ইভেন্টস এর অফিশিয়াল এয়ারড্রপ থেকে ফ্রিতে বিভিন্ন টোকেন ক্লেইম করতে পারবেন। সময় সাপেক্ষে কখনো কখনো তা ৩০০$+ সমপরিমান টোকেন ইউজারদের ক্লেইম করতে দেয়। ক্লেইম করলে ১৫ আলফা পয়েন্ট আপনার একাউন্ট থেকে কেটে নেয়।
পয়েন্ট আয়ের পদ্ধতিঃ
- আপনার বাইনান্স এক্সচেঞ্জে যদি ক্রিপ্টো থাকে তাহলে তার পরিমানের উপর ভিত্তি করে আপনি আলফা পয়েন্ট পাবেন। তার জন্য কোন ট্রেড করতে হবে না। কত ক্রিপ্টো একাউন্টে রাখলে কত পয়েন্ট নিন্মে তা উল্লেখ করা হলোঃ
অ্যাকাউন্ট ব্যালেন্স (USDT) | পয়েন্ট |
---|---|
$100 – $1,000 | 1 পয়েন্ট |
$1,000 – $10,000 | 2 পয়েন্ট |
$10,000$ – $100,000 | 3 পয়েন্ট |
$100,000 + | 4 পয়েন্ট |
- প্রতিদিন আলফা টোকেন ট্রেডিং এর ভিত্তিতেও পয়েন্ট পাবেন। তবে যত বেশি ট্রেড ভলিউম কমপ্লিট করবেন তত বেশি পয়েন্ট পাবেন। নিন্মে উল্লেখিত!
ট্রেড ভলিউম (USD) | পয়েন্ট |
---|---|
$2 | 1 পয়েন্ট |
$4 | 2 পয়েন্ট |
$8 | 3 পয়েন্ট |
$16 | 4 পয়েন্ট |
$32 | 5 পয়েন্ট |
$64 | 6 পয়েন্ট |
$128 | 7 পয়েন্ট |
$256 | 8 পয়েন্ট |
$512 | 9 পয়েন্ট |
$1024 | 10 পয়েন্ট |
অগণিত | ক্রমশ বাড়তে থাকবে |
- তাছাড়া মাঝে মাঝে বাইনান্স নতুন কিছু টাস্ক কমপ্লিট করার শর্তের ভিত্তিতেই পয়েন্ট দিয়ে থাকেন।
আলফা রুলসঃ
আলফার রুলস কিছুটা জটিল তবে বুঝলে পানির মত সহজ। নিচে তা সহজ করে বুঝিয়ে দেওয়া হলোঃ
- আলফাতে প্রথম ১৫ দিন আয়ের দিন এবং শেষের ১৫ দিন থেকে আজীবন ব্যয়ের দিন, যা চলতেই থাকবে। সহজ করে বললে, প্রথম ১৫ দিন আপনি যত পয়েন্ট আর্ন করবেন, শেষের ১৫ দিন বাইনান্স তা অটোমেটিক কেটে নিবে। সর্বদা শেষের ১৫ দিনের অর্জিত পয়েন্টই কার্যকর থাকবে। (rolling 15-day system) পুরনো পয়েন্ট স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়বে। তাই পয়েন্ট কাটলেও যেন আপনার মিনিমাম ৬১ পয়েন্ট থাকে তাই মাসের ৩০ দিনই ট্রেড করুন। আপনি যেদিন থেকে আলফা ট্রেড শুরু করবেন সেদিন থেকে বাইনান্স আপনার মাস গণনা শুরু করবে।
- আলফাতে যদি কোন BNB Chain (BSC) এর টোকেনে ট্রেড করেন তাহলে আপনি যা ট্রেড করবেন তার ৪ গুণ ভলিউম কাউন্ট হবে। অর্থাৎ আপনি যদি ২০ ডলারের ট্রেড করেন তাহলে আপনার ট্রেড ভলিউম হবে ২০ * ৪ = $৮০ ডলার = ৬ পয়েন্ট। অন্য ব্লকচেইনের টোকেনে ট্রেড করলে ২ গুণ ট্রেড ভলিউম কাউন্ট হবে।
- তবে BSC হোক বা অন্য ব্লকচেইন, টোকেন লিস্ট হওয়ার ৩০ দিন পেড়িয়ে গেলে সেই টোকেনে ট্রেড করলে কোন বোনাস ট্রেড ভলিউম কাউন্ট হবে না। সহজ ভাষায় ২০ ডলার ট্রেড করলে $২০ ডলারই কাউন্ট হবে।
- যেসব টোকেনের বাইনান্স আলফাতে কোন প্রকার TGE/Airdrop আসেনি সেগুলোতেও কোন ট্রেড বোনাস থাকবে না।
অসুবিধাঃ
- কিছু কিছু টোকেনে অধিক পরিমাণে ট্রেড ফি যায় যা মাস শেষে একটা বড় সংখ্যক এমাউন্টের লসের সম্ভাবনা তৈরি করে।
- আলফাতে লিস্ট হওয়া টোকেন গুলা অত্যাধিক পরিমাণে পরিবর্তনশীল, তাই নিজ দায়িত্বে ট্রেড করবেন। কোনরূপ লসের সম্মুখীন হইলে ক্রিপ্টো জানালা ও তার এডমিন দায়ী নয়। DYOR (Always do your own research before making any trade!)
আলফাতে ট্রেড করার নিয়মঃ
- প্রথমে আপনার বাইনান্স হোমপেইজে যাবেন। সেখান থেকে More অপশনে ক্লিক করবেন।
ট্রেডিং পয়েন্ট দেখার নিয়মঃ
- আবারো More অপশনে ক্লিক করুন। Alpha Events এ ক্লিক করুন। আপনি আপনার আলফা পয়েন্ট দেখতে পাবেন।